শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। তাদের চেষ্টায় রাশিয়া সমর্থন দেবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ জানান, এ ধরনের পদক্ষেপ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কূটনীতিতে জটিলতা তৈরি করবে। খবর রয়টার্স।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ মস্কোতে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করার চেষ্টা করছে আমরা তা সমর্থন করবো না। চুক্তিতে লেখা বিষয়ে পরিবর্তন আনা বিমূর্ত বিষয় যা ইরানের জন্য পুরোপুরি অগ্রহণযোগ্য।’  রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক বলেন,রাশিয়া পরমাণু চুক্তি রক্ষায় ইরানের সঙ্গে কাজ করে যাবে। ট্রাম্পের এমন উদ্যোগের ফলে মার্কিন প্রশাসনের উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করেন তিনি।

 ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। তবে চুক্তিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত হলেও হোয়াইট হাউজ চায় ইউরোপীয় স্বাক্ষরকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্থায়ী অবরোধ আরোপ করুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, চুক্তিটি আরও ১২০ দিনের জন্য বহাল রাখতে চান তিনি। এটিই ‘শেষ সুযোগ’ যাতে ইউরোপ আর যুক্তরাষ্ট্র এর ‘ভয়াবহ ত্রুটি’ সংশোধন করতে পারে। ট্রাম্প এই প্রস্তাবের ব্যাপারে ইরান জানায়, ট্রাম্প একটি ‘সর্বসম্মত’ চুক্তিকে খাটো করে দেখার ‘দুঃসাহসী পদক্ষেপ’ নিচ্ছেন।

লাভরোভ পরে আরও বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন যে আচরণ করছে তা লক্ষ্য করেছে পিয়ংইয়ং। তারাও যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে এমন চুক্তি করে পরে তাও পরিবর্তন করতে বলা হতে পারে। তিনি বলেন, ‘‘যদি চুক্তিটি পাশে সরিয়ে রেখে ইরানকে বলা হয়, ‘তুমি বাধ্যবাধকতা চালিয়ে যাও অথবা আমরা তোমার উপর আবার নিষেধাজ্ঞা জারি করবো’, বিষয়টি উত্তর কোরিয়ার জায়গা থেকে দেখুন।’’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কের দেশ দুটির পরমাণু কর্মসূচিকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়