শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। তাদের চেষ্টায় রাশিয়া সমর্থন দেবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ জানান, এ ধরনের পদক্ষেপ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কূটনীতিতে জটিলতা তৈরি করবে। খবর রয়টার্স।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ মস্কোতে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করার চেষ্টা করছে আমরা তা সমর্থন করবো না। চুক্তিতে লেখা বিষয়ে পরিবর্তন আনা বিমূর্ত বিষয় যা ইরানের জন্য পুরোপুরি অগ্রহণযোগ্য।’  রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক বলেন,রাশিয়া পরমাণু চুক্তি রক্ষায় ইরানের সঙ্গে কাজ করে যাবে। ট্রাম্পের এমন উদ্যোগের ফলে মার্কিন প্রশাসনের উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করেন তিনি।

 ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। তবে চুক্তিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত হলেও হোয়াইট হাউজ চায় ইউরোপীয় স্বাক্ষরকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্থায়ী অবরোধ আরোপ করুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, চুক্তিটি আরও ১২০ দিনের জন্য বহাল রাখতে চান তিনি। এটিই ‘শেষ সুযোগ’ যাতে ইউরোপ আর যুক্তরাষ্ট্র এর ‘ভয়াবহ ত্রুটি’ সংশোধন করতে পারে। ট্রাম্প এই প্রস্তাবের ব্যাপারে ইরান জানায়, ট্রাম্প একটি ‘সর্বসম্মত’ চুক্তিকে খাটো করে দেখার ‘দুঃসাহসী পদক্ষেপ’ নিচ্ছেন।

লাভরোভ পরে আরও বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন যে আচরণ করছে তা লক্ষ্য করেছে পিয়ংইয়ং। তারাও যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে এমন চুক্তি করে পরে তাও পরিবর্তন করতে বলা হতে পারে। তিনি বলেন, ‘‘যদি চুক্তিটি পাশে সরিয়ে রেখে ইরানকে বলা হয়, ‘তুমি বাধ্যবাধকতা চালিয়ে যাও অথবা আমরা তোমার উপর আবার নিষেধাজ্ঞা জারি করবো’, বিষয়টি উত্তর কোরিয়ার জায়গা থেকে দেখুন।’’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কের দেশ দুটির পরমাণু কর্মসূচিকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়