শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইজি মিজানের তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশের দাবি

 

সুশান্ত সাহা : ডিআইজি মিজানের তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংবাদ প্রকাশ ও প্রচারের জের ধরে পুলিশের সদ্য প্রত্যাহারকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান কর্তৃক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে ক্র্যাব মানববন্ধনের আয়োজন করে ।

মানববন্ধনে দুই সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার প্রমাণ থাকার পরও সাধারণ ডায়েরি গ্রহণ না করা এবং এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার নিন্দা জানান বক্তারা। তারা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।

নেতৃবৃন্দ বলেন, তদন্ত প্রতিবেদন যথাযথ না হলে, ওই রিপোর্টে দুই সাংবাদিককে হত্যার হুমকি প্রদান বিষয়ক শাস্তির সুপারিশ ও শাস্তি বাস্তবায়ন না হলে এবং ওই দুই সাংবাদিকের জিডি গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ক্র্যাব সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবন্ধন কর্মসূচি পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক সরোয়ার আলম। মানবন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পদাক ইলিয়াস হোসেন, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাব সদস্যবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়