মরিয়ম চম্পা : আমেরিকায় নিষিদ্ধ হতে যাচ্ছে প্লাস্টিকের সব ধরণের স্ট্র’র ব্যবহার। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ মিলিয়ন প্লাস্টিক স্ট্র ব্যবহার করা হয়। তার মানে দাঁড়ায় একজন আমেরিকান নাগরিক সারাজীবনে গড়ে প্রায় ৩৫,০০০ প্লাস্টিকের স্ট্র ব্যবহার করেন।
মার্কিন সমাজকর্মী অ্যাড্রিয়ান গ্রেনিয়ার সর্বপ্রথম ‘স্ট্রলেস ওশান’ নামে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেন। গ্রেনিয়ার বলেন, আমেরিকার লোকদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমি এই ক্যাম্পেইন শুরু করি। আমাদের একটু সচেতনতাই পারে প্লাস্টিকের দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে।
তিনি বলেন, একজন আমেরিকান গড়ে প্রত্যেকদিন অন্তত ২টি প্লাস্টিক স্ট্র ব্যবহার করে। কাজেই ৫০০ মিলিয়ন স্ট্র ব্যবহারের জরিপটি নিঃস্বন্দেহে পরিবেশের জন্য আতঙ্কজনক। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে, আইছ-কফি, কোমল পানীয়, সোডা এবং ককটেল কোম্পানিগুলো একটু সচেতন হলে স্ট্র ফ্রি আমেরিকা তৈরি করা কোন কঠিন বিষয় নয়। আমি যখন নিউইয়র্কে থাকতাম তখন রাস্তায় হাটার সময় প্রতিদিন কম হলেও ১০টি করে প্লাস্টিকের স্ট্র কুড়াতাম।
ওসান কনজার্ভেসি নামক একদল পরিবেশবাদী ওয়াশিংটন পোস্টকে বলেন, আমাদের দীর্ঘদিনে আন্দোলন সংগ্রাম অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে। সিএনএন