শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি পদকে ভূষিত শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেস

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার: বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ব্যাজ পেয়েছেন কক্সবাজারের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া।

পুলিশের এই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় এ পুরষ্কারে ভূষিত হন।

সূত্রে জানা গেছে,এসআই রাজেস বড়ুয়া শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদানের পর তার নেতৃত্বে পরিচালিত অভিযানে গেল ২০১৭ সালে এক বছরে ৪ লাখ ২৫ হাজারের বেশি ইয়াবা, ৩০ বোতল তরল মদ, ১৭০ ক্যান বিয়ার, আড়াই হাজার প্যাকেট সিগারেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত ২৬টি গাড়ি আটক করে।

একই সঙ্গে তিনি এসব মাদক ও চোরাই পণ্য বহনের দায়ে ৩৯ ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।

একাজের স্বীকৃতিস্বরূপ রাজেস বড়ুয়াকে আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়।

এসআই রাজেস বড়ুয়া জানান, দায়িত্বশীলতার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। এ পুরষ্কার দেশ মাতৃকার সেবাই আরো বেশি দায়িত্বশীল করার উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীতকালীন পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে পুরস্কার বিতরণে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০১৮ পড়িয়ে দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং সেবা,সরকার পুলিশ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধিতে ভুমিকা রাখায়, তাদের(পুলিশ বাহিনী) অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ প্রতিবছর পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করে থাকেন।

ইতোপূর্বে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন বালুখালীস্থ শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়িকে সেরা ইউনিট, ইনচার্জ রাজেস বড়ুয়া সেরা অভিযান পরিচালনাকারী অফিসার (এসআই) ও টু ইনচার্জ ননী বড়ুয়া(এএসআই) রিজিয়ন সেরা পদকে ভূষিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়