শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি পদকে ভূষিত শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেস

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার: বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ব্যাজ পেয়েছেন কক্সবাজারের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া।

পুলিশের এই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় এ পুরষ্কারে ভূষিত হন।

সূত্রে জানা গেছে,এসআই রাজেস বড়ুয়া শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদানের পর তার নেতৃত্বে পরিচালিত অভিযানে গেল ২০১৭ সালে এক বছরে ৪ লাখ ২৫ হাজারের বেশি ইয়াবা, ৩০ বোতল তরল মদ, ১৭০ ক্যান বিয়ার, আড়াই হাজার প্যাকেট সিগারেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত ২৬টি গাড়ি আটক করে।

একই সঙ্গে তিনি এসব মাদক ও চোরাই পণ্য বহনের দায়ে ৩৯ ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।

একাজের স্বীকৃতিস্বরূপ রাজেস বড়ুয়াকে আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়।

এসআই রাজেস বড়ুয়া জানান, দায়িত্বশীলতার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। এ পুরষ্কার দেশ মাতৃকার সেবাই আরো বেশি দায়িত্বশীল করার উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীতকালীন পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে পুরস্কার বিতরণে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০১৮ পড়িয়ে দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং সেবা,সরকার পুলিশ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধিতে ভুমিকা রাখায়, তাদের(পুলিশ বাহিনী) অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ প্রতিবছর পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করে থাকেন।

ইতোপূর্বে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন বালুখালীস্থ শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়িকে সেরা ইউনিট, ইনচার্জ রাজেস বড়ুয়া সেরা অভিযান পরিচালনাকারী অফিসার (এসআই) ও টু ইনচার্জ ননী বড়ুয়া(এএসআই) রিজিয়ন সেরা পদকে ভূষিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়