শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজে বাংলাদেশের কোটা বাড়ছে

ডেস্ক রিপোর্ট : চলতি বছর হজের কোটা ১০ ভাগ বাড়ছে। ফলে বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ থেকে বেড়ে ১ লাখ ৪০ হাজার হতে পারে। সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তিতে কোটার বিষয়টি উল্লেখ থাকবে। হজচুক্তি নিয়ে আলোচনা করতে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের টিম বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। এ টিমে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসান। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে সৌদি আরবকে হজে বাংলাদেশের চাহিদার কথা জানানো হয়েছে।

এ জন্য দুই দেশের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালিও হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সম্মতি পাওয়া যায়নি। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বৈঠক করেছেন। ওই বৈঠকে চলতি বছর বাংলাদেশের জন্য ১০% কোটা বৃদ্ধির সম্ভাবনার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, সৌদি সরকার হজযাত্রীর কোটা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত কোটা নিয়ে আলোচনা করতেই ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সৌদি আরব গেছেন। সেখানে সৌদি হজমন্ত্রীর সঙ্গে আলাপ- আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে। এর আগে গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দুই লাখ ১৩ হাজার ৭৮ জনের প্রাক নিবন্ধন সম্পন্ন হয়। কোটার অতিরিক্ত হজযাত্রীরা পরবর্তী বছরের জন্য অগ্রাধিকার তালিকায় থাকবেন। বর্তমান তালিকায় গত বছরের হজের আগে প্রাক নিবন্ধিত হজযাত্রীরা অগ্রাধিকার পেয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ধারা অব্যাহত থাকবে। প্রাক নিবন্ধনও সারাবছর চালু থাকবে। এদিকে সৌদি আরবে হজযাত্রীদের ইমিগ্রেশন ভোগান্তি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশটি চিন্তা করছে দুই দেশে ইমিগ্রেশন না করে এক দেশে ইমিগ্রেশন সম্পন্ন করা যায় কিনা। ধর্ম মন্ত্রণালয়ের এটা সম্ভব হলে হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে আর ৫-৭ ঘণ্টা বসে থাকতে হবে না। সৌদি আরব থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে এটা সম্ভব কিনা তার নানা কারিগরি দিক খতিয়ে দেখবে। ধর্মমন্ত্রী সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পরই সৌদি টিম বাংলাদেশে আসতে পারে। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়