শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:১৭ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত : নিহত ৩

রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রচন্ড শীতে জন-জীবনে দেখা দিয়েছে চরম বিপর্যয়। চলতি এ শীতে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সভায় গত ১২ দিন ধরে বইছে হিমেল হাওয়া, ঘন কুয়াশায় বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ঠান্ডায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শীতজনিত কারণে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্যে ভীড় জমছে।

ঠান্ডায় আক্রান্ত হয়ে নিহতরা হলেন, বেলকা ইউনিয়নের বেলকা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার তৃষা, ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আব্দুর রহমান (৭০) ও একই গ্রামের বঙ্কিম চন্দ্র (৬০) ।

ডাক্তার না থাকায় বরাবরই বন্ধ রয়েছে ১০ শয্যা বিশিষ্ট ছাপড়হাটী ইউনিয়ন (শোভাগঞ্জ) উপ-স্বাস্থ্য কেন্দ্র। ঘন কুয়াশার ফলে দিনে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পূর্বেই তা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর পরই হাট বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতা শূন্য হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নুরুন্নবী সরকার জানান, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত ৯ হাজার ৮শ' কম্বল বরাদ্দ এসেছে। তা যথারীতি শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আরো কমপক্ষে ১০ হাজার কম্বল বরাদ্দ চেয়ে উর্ধ্বতন দপ্তরে চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত ও যথাযথভাবেই শীতার্ত মানুষদের মাঝে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, তাঁর দপ্তরের পক্ষে যথাসাধ্য জন কল্যাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়