শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছে

জুবায়ের সানি:  ‘মুক্তিযুদ্ধের চেতনায় কলম ধরি, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে আজ ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ‘বাংলাদেশ ছাত্রলীগ’।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এছাড়াও  ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটি, মহানগর ছাত্রলীগ ও  বিভিন্ন অাবাসিক হলের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘অাজকের দিনটি অাসলেই অামাদের জন্য অানন্দের।  বাংলাদেশের সকল অান্দোলন সংগ্রামে অবদান রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর অাদর্শ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও সকল অান্দোলন সংগ্রামে সামনে থাকবে।"

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লাইটিং, পোস্টার, প্ল্যাকার্ডে রঙিন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা হয়েছে সাত দশকের গৌরবোজ্জ্বল ইতিহাস এসব ছবিতে ছাত্রলীগের ইতিহাস আর সরকারের সমকালীন অর্জনগুলো তুলে ধরা হয়েছে। দেয়ালচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ফুটে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা তুলে ধরতে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬২এর শিক্ষা অধিকার আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সংগঠনের সোনালি অর্জনও তুলে ধরা হয়েছে দেয়াল চিত্রগুলোতে।

এছাড়া, ৫ জানুয়ারি শুক্রবার রাজধানীসহ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে ছাত্রলীগ। ৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং রাজধানীতে অবস্থিত ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মী। ৮ জানুয়ারি সোমবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৯ জানুয়ারি মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১০টায় অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়