নুরুল আমিন হাসান: রাজধানীতে ‘সারোয়ার-তামিম’ গ্রুপের ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, আহমেদুল্লাহ পাটোয়ারী ওরফে ইমরান (২১), জাবালে নুর সিয়াম ওরফে মূসাব ( ২৪) ও মুফতি হোসাইন আহমেদ ওরফে হোসেন (৩১)।
রাজধানীর ভাটারা ও সবুজবাগ এলাকায় শনিবার দিবাগত রাত ৯ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম শাখার জেষ্ঠ্য সহকারী পরিচালক মিজানুর রহমান আমাদের সময় ডট কমকে জানান, ভাটারা ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেটসহ তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি অর্থায়নের নগদ ২ লাখ টাকাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।