শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:২২ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 এ বছর তারকাদের যে খবর বিশ্ব মাতিয়েছে

১. মার্কিন পপ তারকা বিয়ন্সের গর্ভবস্থায় নগ্ন ফটোশুটে আট ঘণ্টায় ৬.৩৩ মিলিয়ন লাইক পড়ে। যা ইনস্টাগ্রামে নতুন রেকর্ড। সন্তানের জন্মের পর ঘুমন্ত দুই যমজকে কোলে নেয়ার ছবিও ভাইরাল হয়।

২. এ বছরের সেরা বিয়ের খেতাব ডাচেস অব কেমব্রিজ ‘কেট মিডলটনের’ বোন পিপা মিডলটন দম্পতির। সেন্ট মার্ক চার্চে ধনকুবের জেমস ম্যাথুকে বিয়ে করেন পিপা। পিপার গাউন, আদুরে প্রিন্স জর্জও প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়না গণমাধ্যমের নজর কাড়ে।

৩. কয়েক মাসের জল্পনা-কল্পনার পর প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল নভেম্বরে তাদের বাগদানের ঘোষণা দেন। ২০১৮ সালের ১৯ মে বিয়ে করবেন তারা।

৪. সেপ্টেম্বরে কেসিংটন প্রাসাদ থেকে কেট মিডলটন-প্রিন্স উইলিয়াম দম্পতির তৃতীয় সন্তান প্রত্যাশার খবর প্রকাশ করা হয়।
৫. উপস্থাপক ওয়ারেন বেটলির ভুলে ‘মুনলাইট’ এর স্থলে অস্কারের সেরা ছবির খেতাব পায় ‘লা লা ল্যান্ড’। এই আনন্দ ক্ষণিকেরই ছিল।

৬. নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে চোখের আড়ালে চলে গিয়েছিলেন টেইলর সুইফট। অবশেষে ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানে আত্মপ্রকাশ করেন এই অভিমানী।
৭. ২০১০ সালে জাস্টিন বিবার-সেলেনা গোমেজ দম্পতির বিচ্ছেদের খবরে মন ভেঙ্গেছিল অনেক ভক্তের। এ বছরের নভেম্বরে একে অপরের কাছে ফিরে আসেন এই যুগল।
৮. ২০১৮ সালে কয়েকজন কারদাশিয়ান নবজাতকে স্বাগত জানাবে বিনোদন বিশ্ব। কিম কারদাশিয়ান সারোগেট পদ্ধতিতে সন্তান নেয়ার কথা নিশ্চিত করেছেন। কেলি ও তার বয়ফ্রেন্ড ত্রেভিস, কোলি ও তার বয়ফ্রেন্ড ত্রিস্তান দম্পতিও সন্তানের প্রত্যাশা করছেন।

৯. হলিউডের নারী প্রধান ছবি ‘ওয়ান্ডার উইম্যান’কে সমালোচকরা সর্বকালের সেরা ব্লক-বাস্টার ছবি হিসেবে উল্লেখ করেন। নারী পরিচালক প্যাটি জেনকিস ও নারী সুপার হিরোইন গ্যাল গ্যাডটের এই ছবি বক্স অফিসের রেকর্ড ভাঙ্গে। গ্রেজিয়া ডেইলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়