শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে মিষ্টি আলুর চাষ বাড়ছে

সিরাজুল ইসলাম সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে মিষ্টির আলুর চাষ। অল্প পুঁজি বিনিয়োগ ও সামান্য পরিচর্যায় অধিক লাভ হওয়ায় চাষীরা ঝুঁকছে মিষ্টি আলু চাষের দিকে। চলতি মৌসুমে চাষীরা মিষ্টি আলুকে আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে চাষ করেছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা, জামালপুর, তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর,ইরতা ,কাংশা মজলিশপুর, জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর, ধল্লা ইউনিয়নের খাসেরচর ,ভাটিরচর, চরউলাইল ও চান্দহর ইউনিয়নের সিরাজপুর, ইসলামপুরসহ ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মিষ্টি আলুর ব্যাপক চাষ হয়েছে। এ ছাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর এলাকাতেও কম-বেশি মিষ্টির আলুর আবাদ হয়েছে।

চারাভাঙ্গা গ্রামের কৃষক আরশাদ খান (৬০) জানান, এ বছর তিনি ২ বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন। বিঘা প্রতি সব মিলে ৭-৮ হাজার টাকা খরচ হবে। ফলন ভাল হলে ১০০-১৫০ মণ আলু পাওয়া যাবে। যার বাজার মূল্য প্রায় ৪৫ -৫০ হাজার টাকা।

চাষী কামাল খান (৪৫) বলেন, কার্তিক মাসে উত্তমরুপে জমি চাষ করে আলুর লতা রোপন করলেই হয়। তারপর সামান্য যত্নেই বাম্পার ফলন পাওয়া যায়। খরচ বাদে বিঘা প্রতি ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৫০০ বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান স্বপন বলেন, এ এলাকায় এক সময় ব্যাপকভাবে মিষ্টি আলুর চাষ হতো। মাঝে এ ফসলের আবদ প্রায় বিলপ্ত হয়েছিল। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় চাষীরা আবার মিষ্টি আলু চাষে ফিরে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়