শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে মিষ্টি আলুর চাষ বাড়ছে

সিরাজুল ইসলাম সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে মিষ্টির আলুর চাষ। অল্প পুঁজি বিনিয়োগ ও সামান্য পরিচর্যায় অধিক লাভ হওয়ায় চাষীরা ঝুঁকছে মিষ্টি আলু চাষের দিকে। চলতি মৌসুমে চাষীরা মিষ্টি আলুকে আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে চাষ করেছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা, জামালপুর, তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর,ইরতা ,কাংশা মজলিশপুর, জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর, ধল্লা ইউনিয়নের খাসেরচর ,ভাটিরচর, চরউলাইল ও চান্দহর ইউনিয়নের সিরাজপুর, ইসলামপুরসহ ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মিষ্টি আলুর ব্যাপক চাষ হয়েছে। এ ছাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর এলাকাতেও কম-বেশি মিষ্টির আলুর আবাদ হয়েছে।

চারাভাঙ্গা গ্রামের কৃষক আরশাদ খান (৬০) জানান, এ বছর তিনি ২ বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন। বিঘা প্রতি সব মিলে ৭-৮ হাজার টাকা খরচ হবে। ফলন ভাল হলে ১০০-১৫০ মণ আলু পাওয়া যাবে। যার বাজার মূল্য প্রায় ৪৫ -৫০ হাজার টাকা।

চাষী কামাল খান (৪৫) বলেন, কার্তিক মাসে উত্তমরুপে জমি চাষ করে আলুর লতা রোপন করলেই হয়। তারপর সামান্য যত্নেই বাম্পার ফলন পাওয়া যায়। খরচ বাদে বিঘা প্রতি ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৫০০ বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান স্বপন বলেন, এ এলাকায় এক সময় ব্যাপকভাবে মিষ্টি আলুর চাষ হতো। মাঝে এ ফসলের আবদ প্রায় বিলপ্ত হয়েছিল। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় চাষীরা আবার মিষ্টি আলু চাষে ফিরে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়