মরিয়ম চম্পা : এফবিআই-এর সহকারি পরিচালক আন্দ্রে ম্যাককেবে সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটনের দ্বারা প্রভাবিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। আন্দ্রের নিরপেক্ষতা নিয়ে ট্রাম্প আবারও প্রশ্ন তুলে বলেন, তিনি চলতি মাসে ব্যুারো অফিস থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে কি হিলারির সাথে তার যে সখ্যতা ছিল সে তকমা মুছে যাবে।
শনিবার একটি টুইট বার্তায় ট্রাম্প লিখেন, এফবিআইএর ডেপুটি ডিরেক্টর আন্দ্রে কোন পরিকল্পনা মাথায় নিয়ে এটা করেছিলেন আমার জানা নেই। তার সহযোগী জেমস কমিকে জিজ্ঞাসাবাদের পর এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। নির্বাচনের সময় হিলারির সাথে আন্দ্রের প্রায় ৩৩ হাজার অবৈধ ইমেল ডিলিড করে দেন। আর এর বিনিময়ে আন্দ্রেকে মি. ক্লিনটন প্রায় ৭ লক্ষ ডলার উৎকোচ দিয়েছিলেন। ফলে হিলারির ব্যক্তিগত নথি তদন্তে এফবিআই নির্বাগ পুতুলের ভূমিকা পালন করেছে।
চলতি সপ্তাহে ক্যাপিটাল হিলে ম্যাককেবে এই বিতর্কিত ইস্যু থেকে উত্তরণের জন্য তার ব্যক্তিগত আইনজীবির সাথে ঘণ্টার পর ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। ট্রাম্পের এই অভিযোগের ভিক্তিতে ইতোমধ্যে দুই সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্তে ২০১৬ সালের কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, যখন হিলালি ক্লিনটন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দ্য গার্ডিয়ান