ওমর শাহ : আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে যেভাবে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়ে বধ করেছিল যুক্তরাষ্ট্র সেভাবেই পাকিস্তানের জামায়াতুদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদকেও হত্যা করা হতে পারে। এমনটাই আশঙ্কা করছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ফরহাতুল্লাহ বাবর।
পিপিপি-র সাংসদ ফরহাতুল্লা বাবর বলেন, বছর কয়েক আগে অ্যাবোটাবাদ অভিযানের আগেও লাদেনের মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল আমেরিকা। এখন তারা সেভাবেই হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে। লাদেনের মতোই হাফিজকেও আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করেছে জাতিসংঘ। এই সবই আবারও একটা অ্যাবোটাবাদের মতো অভিযানের ইঙ্গিত বলেই মনে করছে পাকিস্তান।
এ দিকে পাকিস্তান সরকার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে, হাফিজ সাঈদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগ বা এমএমএল-এর রেজিস্ট্রেশনের আবেদন যেন খারিজ করে আদালত। কোনোও দলকে নির্বাচনে লড়ার ছাড়পত্র দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ধারণা, এমএমএল-এর পক্ষে তার মূল দল লস্কর বা জেইউইডি-র থেকে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করা কখনোই সম্ভব নয়। রেজিস্ট্রেশন পেলে দলটি রাজনীতিতে হিংসা এবং চরমপন্থা ছড়াতে পারে। হাইকোর্টে এই মর্মে প্রতিবেদন জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই আবেদন করেছে। সূত্র : ডেইলি পাকিস্তান