শিরোনাম
◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার-আলভেজের ‘বসগিরি’তে উত্তপ্ত পিএসজির ড্রেসিংরুম

স্পোর্টস ডেস্ক: ফের উত্তপ্ত পিএসজির ড্রেসিংরুম। উত্তাপ ছড়ানোর প্রধান দুই হোতা নেইমার ও দানি আলভেজ। পর্তুগিজ সংবাদমাধ্যম ও জোগো’র খবর, দুই ব্রাজিলিয়ান সতীর্থের ‘বসগিরি’তে ক্ষুব্ধ পিএসজির বাকি খেলোয়াড়রা।

লিগ ওয়ানে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকো পিছিয়ে ৯ পয়েন্ট ব্যবধানে। কিন্তু পয়েন্ট টেবিলের ফলাফলে প্রতিফলিত হচ্ছে না দলের প্রকৃত অবস্থা।

‘ও জোগো’র খবর, দলের সিনিয়র খেলোয়াড়দের প্রতি মোটেও শ্রদ্ধা নেই নেইমার ও আলভেজের। বিশেষ করে যারা অনেক লম্বা সময় ধরে ক্লাবটিতে আছেন তাদের মোটেও ধর্তব্যে আনছেন না দুই ব্রাজিলিয়ান। ম্যাচের আগে ও পরে দুজনে বেশি কর্তৃত্ব ফলান বলে অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খেলোয়াড়ের।
কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের সম্পর্ক এখনো শীতল বলেও জানাচ্ছে ও জোগো। নেইমার-আলভেজের হম্বিতম্বি থামাতে তাকেও ড্রেসিংরুমে হস্তক্ষেপ করতে হয়েছে। বিরক্ত কোচ ও অনেক সিনিয়র খেলোয়াড় সামনের মৌসুমেই প্যারিস ছাড়তে পারেন বলে আশঙ্কা সংবাদ মাধ্যমটির।

মৌসুমের শুরুতেই লিওঁর বিপক্ষে ম্যাচে কাভানির সঙ্গে পেনাল্টি, ফ্রি-কিক আদায় নিয়ে দ্বন্দ্বে জড়ান নেইমার-আলভেজ। সেই আগুন নিভতে না নিভতেই আবার তাতে ঘি ঢাললেন দুই ব্রাজিলিয়ান। নতুন দ্বন্দ্ব কী আদৌ সত্য নাকি গুজব তা নিয়ে পিএসজি কর্তারা মুখ না খোলায় নীরবতাকেই সম্মতি বলে মানছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। ফিফাডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়