শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসান এড়াতে উড়োজাহাজ লিজ নয় বরং কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

নাফরুল হাসান : গত তিন বছর ধরে লাভজনক হলেও দ্রুত কমছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুনাফা। বাংলাদেশ বিমানের দাবি, আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষধাজ্ঞা এবং জেট ফুয়েলের অতিরিক্ত মূল্যসহ ভাড়া নিয়ে প্রতিযোগিতার কারণে মুনাফা কমেছে। লিজ নয় বরং লোকসান এড়াতে উড়োজাহাজ কিনতে এবং কার্গো ব্যবসা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানী হওয়ার বছরেই লাভের মুখ দেখে বাংলাদেশ বিমান। এরপরে ২০০৯ থেকে টানা পাঁচ বছর লোকসান হয়। বিমান বলছে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূখি দাম এবং লিজে নেয়া উড়োজাহাজগুলোর অতিরিক্ত জ্বালানি খরচই লোকসানের কারণ।

তবে, ২০১১ থেকে একে একে নতুন ছয়টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে ২০১৪-১৫ অর্থবছরে ৩২৪ কোটি টাকার বড় অংকের মুনাফা করে সংস্থাটি। এরপর লাভে হলেও কমতে শুরু করে মুনাফা । সর্বশেষ ২০১৬-১৭ অর্থ বছরে মাত্র ৪৭ কোটি টাকা মুনাফা করেছে । তবে এই সময়ে যাত্রী পরিবহন বাড়লেও কমেছে কার্গো পরিবহন।

বিশেষজ্ঞের মতে, উড়োজাহাজ লিজ নেয়ার ক্ষেত্রে অনিয়ম এবং পুরনো এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচের ফলে প্রত্যাশিত লাভ পাচ্ছেনা বিমান।এজন্য কার্গো ব্যবসা বাড়ানোর পরামর্শ বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস উদ্দিন ইমতিয়াজ।

আগামী বছরে অত্যাধুনিক চারটি নুতন উড়োজাহাজ বহরে যুক্ত হলে লাভের অংক বাড়বে বলে প্রত্যাশা বিমানের।

বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজ রয়েছে ১৩টি। এর মধ্যে লিজে নেয়া উড়োজাহাজের সংখ্যাই সাতটি।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়