শিরোনাম
◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:২২ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনে হয়েছে আর বাঁচবো না : মুক্তিযোদ্ধা ইউসুফ

মাঈন উদ্দিন আরিফ : মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার জন্য প্রথম যখন প্রশিক্ষণ নিতে যাই তখন মনে হলো আর বাঁচবো না। মরেই যেতে হবে। কিন্তু বর্ডার ক্রস করে যখন ভারতের শ্রীনগরে প্রশিক্ষণ নেওয়া শুরু করি, কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয়। তখন অনেক ভালো লেগেছে। মন চাচ্ছিল কখন বাংলাদেশে ঢুকবো। আর যুদ্ধ শুরু করবো পাকিস্তানিদের বিরুদ্ধে।

এভাবে মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতি চারণ করতে গিয়ে কষ্ট এবং ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ।

তিনি বলেন, প্রথমে আমাদের ৩৫জনের একটি দল প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাগলনাইয়া বর্ডার ক্রস করি সহ-যোদ্ধাদের লাশের উপর দিয়ে, তখন মনে হলো এখানেই হয়তো বা শেষ। আর বাঁচবো না। কিন্তু আমাদের কমান্ডার বলছিল কোনো কথা বলা যাবে না। সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ স্বাধীন করতে হবে। তখন খুব ভয় পাচ্ছিলাম আমরা। এবং কান্না পাচ্ছিল যে কোন্ মায়ের সন্তানরা এখানে লাশ হয়ে পড়ে আছে। সে লাশগুলোতে পা লেগে আমাদের অনেকে সেখানে পড়েও গেছে। তখন শুধু ভয় হচ্ছিল।

তিনি আরও বলেন, লাশগুলো ডিঙিয়ে আবার যখন শ্রীনগরের পাহাড়ে গিয়ে অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ নেওয়ার প্রশিক্ষণ শুরু করি তখন অনেক ভালো লেগেছিল। মনে হয়েছিল এখনই দেশে গিয়ে যুদ্ধ শুরু করি। তখন এমনি হয়েছিল যে কে কার আগে দেশে ফিরবে এটা নিয়ে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছিল। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়