এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর) :মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিন মাস পার হলেও সামচুন নাহার বেগম-(৬০) নামের এক অসহায় বৃদ্ধার আজও সন্ধান মেলেনি।
তার কোন সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছেন ভূক্তভোগীর পরিবার। ওই নিখোঁজ বৃদ্ধা উপজেলার বালীগ্রাম এলাকার ঘুঙ্গাকুল গ্রামের এসকান্দার আলী মোল্লার স্ত্রী।
জানা গেছে, সামচুন নাহার বেগম তিন মাস আগে নিজ বাড়ি থেকে মেয়ে জামাই বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। এরপর অনেক খোঁজা-খুজি করেও তার কোন হদিস মেলেনি। তাকে না পেয়ে বৃদ্ধার ছেলে মাসুদুর রহমান নিরুপায় হয়ে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়রী নং-৩২৮।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, ওই বৃদ্ধা নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।