শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:২২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরের নির্বাচনে ১৯৩ কেন্দ্রের ১০৮টিই ঝুঁকিপূর্ণ

রংপুর প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার রংপুর সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গতকাল রাতে শেষ হয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক  জানান, নির্বাচন সুষ্ঠু করতে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এখন নিরাপত্তার চাদরে ঢাকা আছে সিটি করপোরেশন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী উপকরণ। সিটির ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার স্তরের নিরাপত্তাসহ নগরজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ভোটগ্রহণ সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রচারণা শেষে বহিরাগত নেতৃবৃন্দ নির্বাচনী এলাকা ছাড়তে শুরু করেছেন।

রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার  জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইটিং অফিসার, একজন সহকারী প্রিজাইটিং অফিসারসহ দশজন পুলিশ ও ১৪জন আনসার সদস্য থাকবেন। ৩৩টি ওয়ার্ডেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত হিসেবে কাজ করবে। অতিরিক্ত ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সব মিলে পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের মাঠে থাকবে।আগামীকালের ভোটে সাত মেয়র প্রার্থীসহ ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর সিটিতে এবার ভোটারের সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন আর পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন। নির্বাচনে ১৯৩ জন প্রিজাইটিং অফিসার, এক হাজার ২২২ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ২ হাজার ২৪৪ জন পোলিং এজেন্ট থাকবেন।

এদিকে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এছাড়াও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়