শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মাটিতে ভারতীয় বিদ্রোহীদের কোন ঘাঁটি নেই : বিএসএফ

মাছুম বিল্লাহ : বাংলাদেশের মাটিতে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করা হলেও এই প্রথমবারের মতো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোন ঘাঁটি বা আস্তানা নেই।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা পিটিআই’কে জানান যে, গত কয়েক বছর ধরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে চমৎকার ও ইতিবাচক সহযোগিতার কারণে এই অর্জন সম্ভব হয়েছে।

শর্মা বলেন, আমরা যখনই বাংলাদেশে উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের অবস্থান বা সীমান্ত পারাপারের ব্যাপারে খবর পেয়েছি তৎক্ষণাৎ তা প্রতিপক্ষের সীমান্ত রক্ষী বাহিনী (বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি)’কে অবহিত করেছি। তারা তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করেছে। ফলে বিদ্রোহীদের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির সংখ্যা শূন্যে নেমে এসেছে।

শর্মা বলেন, বাংলাদেশে এখন ভারতীয় বিদ্রোহীদের কোন স্থায়ী শিবির নেই। এখন কিছু থাকলেও সেগুলো ভাসমান প্রকৃতির। ভারতীয় পক্ষ একে উত্তরপূর্বাঞ্চলীয় বিদ্রোহ দমন প্রচেষ্টায় একটি বড় রকমের সফলতা হিসেবে দেখছে।

বিএসএফ কর্মকর্তারা জানান যে, বাংলাদেশের খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ত্রিপুরা ও মিজোরামের বিদ্রোহীদের ভারত-বিরোধী তৎপরতা বন্ধ করতে করতে বিজিবি সেখানে বেশ কিছু দমন অভিযান চালায়। ফলে এসব বিদ্রোহী গোষ্ঠী সেখান থেকে পালিয়ে গেছে। এসব এলাকায় বিজিবি স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে বলেও জানান বিএসএফ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়