শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৭ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রতারণা

হ্যাপী আক্তার: নেত্রকোণা পূর্বধলায় পল্লী বিদ্যুতের সংযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অথচ টাকা দিয়ে কেউই পাননি ঘরে বিদ্যুতের আলো। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকশ দরিদ্র মানুষকে লক্ষ্য করেই চালাচ্ছে এই অপতৎপরতা। আর অভিযুক্তরা ভুক্তভোগিদের দাবিকে চালিয়ে দিচ্ছেন রাজনৈতিক প্রতি পক্ষের বক্তব্য হিসেবে। সূত্র: যমুনা টিভি

পূর্বধলার মানুষ বিদ্যুৎ সংযোগের নামে প্রতারিত ও ক্ষুব্ধ। বিদ্যুৎ সংযোগের জন্য টাকা দিয়েছিলেন বেশির ভাগ মানুষ। কিন্তু পায়নি বিদ্যুতের আলোর দেখা। স্থানীয়রা বলছেন, বাড়িতে বিদ্যুতের সংযোগের কথা বলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অনেকের কাছ থেকে হাতিয়ে নেয় বিপুল অংকের টাকা। কিন্তু কয়েক বছর হয়ে গেলেও পাননি বিদ্যুৎ সংযোগ। এমন কী বিদ্যুৎ দেওয়ার নামে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

স্থানীয়দের কাছে জানা গেল এই চক্রের অন্যতম এক সদস্যের খোঁজ সবার কাছে তিনি কালা মিয়া নামে পরিচিত। অভিযোগ সম্পের্কে প্রশ্ন করলে, বিষয়টিকে রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত হিসেবে মন্তব্য করেন তিনি।

নেত্রকোণা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান বলেন, ঠিকাদারের সাথে আর্থিক লেনদেলের সুযোগ নেই। তারপরেও যদি ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ আসে, তদন্ত করে অভিযোগ সত্য প্রমানিত হলে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

স্থানীয়দের হিসেবে চারটি গ্রামের কয়েকশ’ পরিবারের কাছ থেকে অসাধু চক্রটি বিদ্যুৎ দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধকোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়