শিরোনাম
◈ ‘বিপ্লব বিক্রি করে দিচ্ছে’: হাসিনার পতনের এক বছর পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশে ◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ◈ ড. ইউনূসের ঐতিহাসিক ভাষণ: নির্বাচন ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’ আসতে পারে আজই ◈ ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস ◈ মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক! ◈ প্রথম ফ্লাইট অবতরণ করল শাহজালালের তৃতীয় টার্মিনালে ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে  অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরনগর হামলা : আদালতে অভিযোগপত্র দাখিল

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৌর মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা আহম্মেদ এর বিচারিক আদালতে মামলার অভিযোগ পত্র দাখিল করেন আদালত পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান।

এর আগে গত রোববার দুপুরে নাসিরনগর গৌর মন্দির হামলা ও ভাংচুরের অভিযোগ পত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু জাফর আদালতের পুলিশ পরিদর্শক এর কাছে জমা দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মন্দির ভাংচুর মামলার অভিযোগ পত্র পেয়েছি। মূল নথির সাথে যাচাই বাচাই করে সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগপত্রে (চার্জশিট) উল্লেখ থাকা আসামিদের মধ্যে রয়েছেন হরিপুর ইউনিয়নের সাময়িক বরখাস্থ হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(বহিষ্কারের সুপারিশকৃত) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, মো, হাজী বিল্লাল হোসেন, মো. জাহাঙ্গীর আলমসহ ২২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে আবুল হাসেম ও আব্দুল হান্নান ছাড়াবাকিরা গ্রেফতার হয়ে জামিনে মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে জেলে পরিবারের এক যুবক ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছেন অভিযোগ তুলে ২০১৬ সালের ২৯ অক্টোবর তাঁকে পুলিশে দেয় একদল যুবক।

৩০ অক্টোবর এলাকায় মাইকে প্রচার করে নাসিরনগর উপজেলা সদরে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। ওই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেয় বলে অভিযোগ ওঠে।

সমাবেশ শেষে অংশ গ্রহণকারীরা নাসিরনগর সদরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালায়। পরে ওই এলাকায় হিন্দুদের একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরনগর থানায় আটটি মামলা করা হয়।

মামলায় ৩ হাজারেরও বেশী অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১২৪জনকে পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়