শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসানীতে ভর্তি পরীক্ষা শুরু, প্রথম দিনেই ডিভাইসসহ আটক ৭

নাসরিন বৃষ্টি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।  বিভিন্ন কেন্দ্র থেকে ডিভাইসসহ ৭ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটক শিক্ষার্থীদের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়; বিকালে হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা।

শনিবার সকালে ‘সি’ ইউনিট ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্রের দুই কপি রঙিন ফটোকপি ও এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

এবার প্রতি আসনে ৮৮ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫ বিভাগে ৮১৫ আসনের জন্য ৭১ হাজার ২৭৬ শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে তিন বিভাগে ১৭০ আসনের জন্য ২২ হাজার ৩৩৪ জন, ‘বি’ ইউনিটের ছয় বিভাগে ২৯৫ আসনের জন্য ২৮ হাজার ২৮৮, ‘সি’ ইউনিটের চার বিভাগে ২৩০ আসনের জন্য ১৩ হাজার ৩৯১ জন এবং ‘ডি’ ইউনিটের দুই বিভাগে ১২০ আসনের জন্য ৭ হাজার ২৬৩ শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জালিয়াতিসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়