শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর প্রথম মানব কখন, কীভাবে সৃষ্টি হলো?

ওমর শাহ : মানব সৃষ্টি নিয়ে বিতর্কের শেষ নেই। এখানে বিজ্ঞান ও ধর্মের বিপরীতমুখী অবস্থান। ক্রমবিবর্তনবাদের দাবি হলো, বিদ্যমান মানবজাতি তাদের আদি সৃষ্টিকাল থেকে মানবরূপে সৃষ্টি হয়নি; বরং বহু স্তর ও পর্যায় অতিক্রম করে বর্তমান মানবাকৃতিতে উন্নীত হয়েছে। এ সম্পর্কে ধর্মের বক্তব্য একেবারেই ভিন্ন। ধর্মের দাবি, সৃষ্টিজগতের ¯্রষ্টা আদি মানবকে নবী আদম আ. এর আকৃতিতেই সৃষ্টি করেছেন। তারপর তারই অনুরূপ তার স্বজাতি হযরত হাওয়া আ.কে অস্তিত্বে এনেছেন এবং ধারাবাহিকভাবে মানবজাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম সন্তানকেই সকল সৃৃষ্টির ওপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আসমানি শরিয়তের গুরুভার আমানত তার ওপর অর্পন করেছেন। সকল সৃষ্টিকে মানুষের বশীভূত করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, নিঃসন্দেহে আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। (সূরা তীন : আয়াত ৪)

পৃথিবীকে সৃষ্টির পরপরই আল্লাহ তায়ালা হযরত আদম আ.কে সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহ তায়ালা এ পৃথিবীকে সৃষ্টি করেন। মাত্র ছয়দিনে তিনি এ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, এমনভাবে যে রাত দিনকে দ্রুত ধরে ফেলে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র নিজ আদেশের অনুগামী। জেনে রেখো, সৃষ্টি করা এবং আদেশ দান করা তাঁরই কাজ। বড় বরকতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক। (সুরা : আরাফ, আয়াত : ৫৪) এ পৃথিবী সৃষ্টির পরই আল্লাহ জিন ও হযরত আদম. আ.কে সৃষ্টি করেন। হযরত আদম. কে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এ সম্পর্কে কুরআনে এসেছে, ‘আমি তো মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা (মাটি) থেকে এবং তার আগে সৃষ্টি করেছি জিনকে অত্যুষ্ণ অগ্নি থেকে। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, ‘আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা থেকে মানুষ সৃষ্টি করেছি; যখন আমি তাকে (তার দেহাবয়বকে) সুঠাম করবো এবং তাতে আমার পক্ষ থেকে রুহ সঞ্চার করবো তখন তার প্রতি সিজদাবনত হয়ো। তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করলো, ইবলিস ব্যতীত, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো।’ (সুরা হিজর : আয়াত ২৬-৩১

পবিত্র কুরআনের এ আয়াত দ্বারা প্রমাণিত হয় পৃথিবীর প্রথম মানব হযরত আদম আ. ও তাঁকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। হযরত আদম আ. থেকেই মানবজাতির বংশ বৃদ্ধি হয়। সূত্র : কাসাসুল কুরআন

  • সর্বশেষ
  • জনপ্রিয়