শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সির আ‌র্জেন্টিনা প্রী‌তি ম‌্যাচ খেল‌তে ভারত সফরে আসছে 

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে কেরালায় সফর করবেন লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা দল। সেখানে মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চাইছে কেরালা সরকার।
সত্যি হবার পথে ভারতবাসীর স্বপ্ন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ভারতে পা রাখবেন লিওনেল মেসি। মেসি একা নয়, দুনিয়া দেখা বিশ্বজয়ী চ্যাম্পিয়ন গোটা আর্জেন্টিনা দলকেই আতিথ্য দেবে তারা।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফরে আসার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে মাঝে খানিকটা ঝিমিয়ে পড়লেও এবার এসেছে আনুষ্ঠানিক বিবৃতি। যা নিশ্চিত করলেন কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদু রাহিমান।

এই মন্ত্রী জানান, লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা দল আগামী অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে কেরালায় সফর করবেন। সেখানে মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চাইছে কেরালা সরকার।

ইতোমধ্যে ইভেন্টের স্পন্সর এবং প্রয়োজনীয় অর্থের জোগানও হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। কেরালায় মেসিরা রাষ্ট্রীয় অতিথির সম্মান এবং নিরাপত্তা পাবেন বলেও জানান তিনি।

গত শুক্রবার এক ফেসবুক পোস্টে মেসিদের ভারতে আসার খবরটি নিশ্চিত করে স্পন্সরদের ধন্যবাদ জানান কেরালার ক্রীড়ামন্ত্রী আবদু রাহিমান। আর শনিবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিশ্চিত বলে জানান তিনি।

তিনি বলেন, স্পন্সর এখন টাকাটা দিয়েছে। আর কোনো বাধা নেই। ফিফা উইন্ডো অনুসারে, অক্টোবর-নভেম্বর এই ধরনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আদর্শ সময়। এই সময়সীমায় ম্যাচ আয়োজন আমাদের জন্যও সম্ভব।

তিনি আরো বলেন, 'আর্থিক লেনদেনের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। চুক্তিটি সম্পূর্ণরূপে স্পন্সর এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়। আমাদেরকে স্পন্সরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ম্যাচ ফি-র নিষ্পত্তি করা হয়েছে।'

অবশ্য আর্জেন্টিনা ফুটবল থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি। হয়তো পূর্ণ চুক্তি সম্পন্ন হলে আনুষ্ঠানিক বিবৃতিতে মেসিদের ভারত সফর সম্পর্কে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়