শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দার সুরা ফাতেহার জবাব দেন স্বয়ং আল্লাহ তায়ালা

মুফতি আব্দুল্লাহ তামিম: কুরআনের প্রথম সুরা, সুরা ফাতেহা। আয়াত সংখ্যা ৭। প্রথম ৩টি আয়াতে আল্লাহ তায়ালার প্রশংসা এবং শেষের ৩টি আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট প্রার্থনা ও দরখাস্ত কিভাবে করবে সেটাই শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামীন। মধ্যের ১টি আয়াত প্রশংসা ও দোয়া উভয়টির পদ্ধতি শিখিয়েছেন তিনি।

মুসলিম শরিফে হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ তায়ালা এরশাদ করেন, নামাজ (অর্থাৎ সুরাতুল ফাতিহা) আমার এবং আমার বান্দাদের মধ্যে দু ভাগে বিভক্ত। অর্ধেক আমার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য। আমার বান্দাগণ যা চায়, তা তাদেরকে দেওয়া হবে। অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন বান্দাগণ বলে ‘আল হামদুলিল্লাহ’, তখন আল্লাহ বলেন, আমার বান্দাগণ আমার প্রশংসা করছে। আর যখন বলে ‘আর রাহমানির রাহীম’, তখন তিনি বলেন, তারা আমার মহত্ত¡ ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। যখন বলে ‘মালিকি য়াওমিদ্দীন’, তখন তিনি বলেন, আমার বান্দাগণ আমার গুণগান করছে। যখন বলে, ‘ইয়্যাকা না‘বুদু ওয়া ইয়্যাকা নাসতা‘ঈন’, তখন তিনি বলেন, এ আয়াতটি আমার এবং আমার বান্দাগণের মধ্যে সংযুক্ত। কারণ এর এক অংশে আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দোয়া ও আরজ রয়েছে। সঙ্গে এ কথাও বলা হয়েছে, বান্দাগণ যা চাবে, তারা তা পাবে। বান্দাগণ যখন বলে ‘ইহদিনাস সিরাতাল মুসতাকীম’ (শেষ পর্যন্ত), তখন আল্লাহ বলেন, এসবই আমার বান্দাগণের জন্য এবং তারাযা চাবে, তা পাবে। (তাফসীরে মাযহারি-১৫-২৯)

  • সর্বশেষ
  • জনপ্রিয়