শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ০৬:০৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ

হ্যাপী আক্তার: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) নাগরিক সমাবেশের আয়োজন করেছে নাগরিক কমিটি। সমাবেশে যোগ দিতে দীর্ঘ ২ মাস পর উন্মুক্ত কোন সমাবেশে প্রকাশ্যে আসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি দিক নির্দেশনামুলক বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন দলের নেতারা। সূত্র: ডিবিসি নিউজ

১৯৭১ এর ৭ই মার্চ তখনকার রেসকোর্স ময়দানে দেওয়া ভাষণে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। এই ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পুরো জাতি। স্বাধীনতা সংগ্রামের পুরোটা সময় বঙ্গবন্ধুর এই ভাষণ প্রেরণা যুগিয়েছে, উদ্দীপ্ত করেছে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ সম্প্রতি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তা শেষ হচ্ছে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের মধ্য দিয়ে।

সমাবেশে দেশের বিশিষ্ট ব্যক্তিরা ৭ই মার্চের ভাষণ নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচন এবং সম-সাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।

সর্বশেষ গত ১৪ই সেপ্টেম্বর রাজশাহীতে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ২ মাস পর নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে আসবেন শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়