শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল  শুক্রবার সকালে জেলার মহাদেবপুরের হর্ষি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রশিদ (৪০), পরোয়ানাভুক্ত আসামি ফারুক হোসেন (৩৫), তাঁর স্ত্রী ফারজানা জান্নাত (৩০), রেজাউল করিম বুলু (৪৫) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩৫)।

মহাদেবপুর থানার পুলিশ জানিয়েছে, উপজেলার হর্ষি গ্রামের ফারুক হোসেনের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলায় আদালত থেকে পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে থানার এএসআই শরিফুল ইসলাম, পুলিশ সদস্য নীলমুনি ঘোষ ও গ্রাম পুলিশসহ চারজন গিয়ে সকাল ৯টার দিকে ফারুক হোসেনকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় ফারুকের পরিবারের লোকজন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদসহ ১০-১২ জন নারী ও পুরুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে লাঠিসোটা ও রড় দিয়ে ব্যাপক মারধর করে। এ সময় হাতকড়া পরা অবস্থায় আসামি ফারুক হোসেনকে ছিনিয়ে নেয় তারা।

এরপর সংবাদ পেয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশ হর্ষি ও পাতনা গ্রাম ঘিরে ফেলে। গ্রামবাসীর সহযোগিতায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে গ্রামের একটি মাঠ থেকে ফারুক হোসেনকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে পুলিশকে মারধরের ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম, পুলিশ সদস্য নীলমুনি ঘোষ, গ্রাম পুলিশসহ চারজন আহত হয়েছেন। এএসআইসহ তিনজনকে মহাদেবপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়