শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা ধারাভাষ্যকার খুঁজতে জিটিভি’র নতুন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে এক বিস্ময়ের নাম। ক্রিকেট উম্মাদনায় মত্ত গোটা জাতি। এই ক্রিকেটের মাধ্যমেই এক ইতিবাচক বাংলাদেশকে দেখছে বিশ্ববাসী। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ অতি পরিচিত। এবার এই খেলাকে বাঙালির হয়ে বিশ্ব দরবারে তুলে ধরবে নতুন ধারাভাষ্যকাররা।
‘ফ্রেস প্রেজেন্ট স্বাধীন কমেন্টটার হান্ট-২০১৭ পাওয়ার্ড বাই জিটিভি’র সংবাদ সম্মেলনে অংশ নেয়া আলোচকরা এমনভাবেই বলছিলেন। ‘ক্রিকেটে নতুন আওয়াজ’ স্লোগানকে সামনে নিয়ে ক্রিকেট বিশ্বের নতুন ধারাভাষ্যকার খুঁজতে ভিন্নধারার এক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১০ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রেডিও স্বাধীনের অফিসিয়াল ফ্যান পেইজ থেকে রেজিস্ট্রেশনের সার্বিক তথ্য জানা যাবে।
সম্মেলনে জানানো হয়, ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকার ৭টি জায়গায় অডিশন চলবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স চলবে ২ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে সেরা ১০ জন আগামী ৫ ও ৬ ডিসেম্বর রেডিও স্বাধীনে প্রচারিত বিপিএল ক্রিকেট ম্যাচে সরাসরি ধারাভাষ্য দেয়ার সুযোগ পাবেন।
পরে বিচারক ও শ্রোতাদের ভোটে বিজয়ী তিনজনকে আগামী ১৫ ডিসেম্বর আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। প্রতিযোগীতার মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। অংশগ্রহণকারীরা ০৯৬৬৬৯২৪৯২৪ নম্বরে কল দিয়ে প্রতিযোগিতার বিস্তারিত জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে এশিয়াটিক ত্রি সিক্সটি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা ইরেশ যাকের, মেঘনা গ্রুপের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, ধারাভাষ্যকর চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, রেডিও স্বাধীনের সহযোগী নির্বাহী পরিচালক মীর ফজলে রাব্বী, হসপিটিলিটি পার্টনার হোটেল দ্য কক্স টুডে’র সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়