শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৫১ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মু্ম্বাই হামলায় বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে: একমত সাবেক পাক বিদেশ সচিব

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা: ২০০৮ সালের নভেম্বরের মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে মানলেন দেশটির সাবেক বিদেশ সচিব রিয়াজ মোহাম্মদ খান। তাঁকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাক সংবাদপত্র দি ডন।

ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কাশ্মীর দিবস অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে লাগাতার নিশানা করে যাওয়ার ফলে গোটা বিশ্বে ইসলামাবাদের ইমেজ টাল খেয়েছে।

মু্ম্বাই জঙ্গি হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন, জখম হয়েছিলেন বহু মানুষ। জীবিত ধরা পড়ে হামলায় যুক্ত সন্ত্রাসবাদী মোহাম্মদ আজমল আমির কসাব। বিচারে তার মৃত্যুদণ্ড হয়। তাকে ফাঁসি দেওয়া হয় ভারতের জেলে।

দূতাবাসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত তৌকির হুসেন কাশ্মীরীদের আন্দোলনে রাজনৈতিক, নৈতিক সমর্থন জোগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে কূটনীতির শিক্ষক হুসেন আমেরিকার নিজস্ব স্বার্থ ওয়াশিংটনকে নয়াদিল্লির কাছাকাছি নিয়ে এসেছে বলে অভিমত জানান। বলেন, এলাকাগত ভূ-রাজনীতির বলি হয়েছে কাশ্মীর।

রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি নিক্কি হ্যালের সাম্প্রতিক এক বিবৃতির উল্লেখ করেন হুসেন। নিক্কি বলেছেন, ওয়াশিংটন পাকিস্তানের ওপর নজর রাখতে বলেছে ভারতকে। হুসেন বলেন, কাশ্মীরীদের সংগ্রাম দমনে ভারতকে সাহায্য করার জন্য পাকিস্তানের প্রভাব খর্ব করার চেষ্টা করেছেন উনি।

কাশ্মীরীদের স্বাধীনতা আন্দোলন দমনে ভারত সরকার নৃশংস হিংসা প্রয়োগ করছে বলে অভিযোগ করেন আমেরিকায় পাক রাষ্ট্রদূত এইজাজ চৌধুরি।

সজিব/আনিস

  • সর্বশেষ
  • জনপ্রিয়