প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের দাম বাড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি ছাড়ার কথা বলেছেন ভারতের বিরোধীদলের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
বুধবার ভারতের প্রাদেশিক সরকারের আওতাধীন তেলখনির দ্বারা দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন রাহুল। গ্যাস এবং রেশনের দাম বৃদ্ধিসহ বেকারত্ব হ্রাসের বিষয়ে মোদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একটি টুইট বার্তায় এসব মিথ্যা প্রতিশ্রুতি বন্ধ করার আহ্বানও জানান তিনি।
জানা গেছে, ভারতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪.৫ ডলারে। যেখানে ভর্তুকি ছাড়া গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি সিলিন্ডার ৯৩ রুপি। দ্য হিন্দু