মোস্তাফিজুর রহমান: রাজধানীর রুপনগর আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে মারিয়া আক্তার (১১) নামের এক গৃহকর্মী দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিকেলে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
গৃহকর্তী নাসরিন বেগম বলেন, দুপুরে চুলায় রান্না রেখে মাদ্রাসায় আমার মেয়েকে আনতে যাই। পরে খবর পাই সে চুলায় গ্যাসের আগুন থেকে দগ্ধ হয়েছে। তিনি আরো বলেন, যেকোনোভাবে চুলা থেকে তার জামায় আগুন ধরে দগ্ধ হয়। পরে নিজে নিজেই গোসলখানায় গিয়ে পানি ঢেলে নিভিয়ে ফেলে।
বিষয়টি জানিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মারিয়ার শরীরে ৩৩ শতাংশ পুড়ে গেছে। সে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :