শিরোনাম
◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস ◈ আ‌মিরা‌তের বিরু‌দ্ধে প্রথম ম্যাচ আজ, সি‌রিজ জ‌য়ে আশাবাদী লিটন দাস ◈ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প‌রিচালনা পর্ষদ‌কে অপসারণের নির্দেশ আদালতের ◈ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক ◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩, ০৬:২০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ ২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তারা উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল করে চন্দ্রা সফিপুরের দিকে যাচ্ছিল নিরব ও জুবায়ের। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে আঞ্চলিক সড়ক থেকে একটি মিক্সার গাড়ী মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হয়। স্থানীয়রা নিরবে উদ্ধার করে সফিপুরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিবর শফিপুর শাহীন স্কুল শাখার অষ্টম শ্রেণি ও জুবায়ের মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ এর এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

মোটরসাইকেল মালিক অন্তরের বাবা রমিজ উদ্দিন জানান, আমার ছেলে মোটরসাইকেল নিয়ে কলেজে যায়। পরবর্তীতে টিফিনের সময় তার বন্ধু নীরব তার কাছ থেকে মোটরসাইকেলটি অল্প সময়ের জন্য চেয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জানতে পারি আমার ছেলে মারা গেছে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি আমার ছেলের মোটরসাইকেল আরেকজন নিয়ে গিয়েছিল। আমার ছেলে নিরব সুরক্ষিত অবস্থায়ই আছে কিন্তু মোটরসাইকেলে যে দুইজন আরোহী হয়েছিল তারা দুজনেই মারা গেছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জনান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি ও গাড়ির চালকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়