শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আশিক এলাহী, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ [২] রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন নবী (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে। মৃত মো. নুরুন নবী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ফুফাতো ভাই শাহজাহান সাজু মুঠোফোনে বলেন, ‌‘আমরা এখনো সঠিক কিছু জানি না। কুমিল্লা থেকে রাঙ্গুনিয়া যাচ্ছি।’

[৪] নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, ‘কাজ করার সময় লাইন বন্ধ থাকার কথা ছিল। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা দরকার।’

[৫] এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। লাশের ময়নাতদন্ত হবে। কোনো অভিযোগ হয়নি।’

[৬] রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুয়েল দাশ বলেন, ‘শিলক অভিযোগ কেন্দ্র সমিতি আমাকে বলেছে, বিদ্যুৎ খুঁটিতে কাজ করার সময় লাইন বন্ধ ছিল।’ লাইন বন্ধ থাকলে বিদ্যুতায়িত কিভাবে হলো- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পাশাপাশি আমাদের থেকেও একটি তদন্ত কমিটি হবে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়