শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০১:৩৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে নসিমন

দুর্ঘটনা কবলিত ট্রেন

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): জেলার বোয়ালমারী উপজেলায় সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি নসিমন। এসময় নসিমনটি প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে আসে ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নসিমনচালকসহ দুই যাত্রী। নসিমনে চালকসহ দুই যাত্রী থাকলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৯ মার্চ) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এসময় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়। প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি।

বোয়ালমারী রেলস্টেশন এলাকার লাইনম্যান চাঁন মিয়া বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি চালু হয়। নসিমন আটকে ট্রেনের ইঞ্জিনের বাম্পার ভেঙে যায়। ভারী লোহার বাম্পারটি খুলে ট্রেনের বগির সঙ্গে বেঁধে ট্রেনটি চালু করা হয়।

বোয়ালমারী রেলস্টেশন এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান মিজান বলেন, রেলের লাইনম্যান, স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত নসিমনটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

বোয়ালমারী রেলস্টেশনের বুকিং ইনচার্জ মো. দেলোয়ার হোসেন  বলেন, ট্রেনটি রাত ৮টা ২০ মিনিটের দিকে বোয়ালমারীর সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে একটি নসিমনকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। রাত ১১টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী স্টেশন থেকে ট্রেনটি গোবরার উদ্দেশ্যে ছেড়ে যায়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়