মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে মিঠাই নামে দুই বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশু মিঠাই ওই মহল্লার নীল বাবু ব্রাহ্মণের মেয়ে।
মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার কুন্দগ্রাম ইউপির ব্রাহ্মণপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন দুপুর ১২টায় বাড়ির উঠানে মিঠাইকে বসিয়ে রেখে তার মা খড়ের পালায় কাজ করছিলেন। কোনো একসময়ে পাশের পুকুরে শিশুটি পড়ে যায়। তার মা হঠাৎ খেয়াল করেন, শিশুটি সেখানে নেই। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ মেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে