আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওমরাহ্ উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ ২০ ওমরাহ্ যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ২৯ জন আহত হয়। এদের মধ্যে অসংখ্য বাংলাদেশি ওমরাহ্ হজযাত্রী রয়েছে বলে জানা যায়।
তবে এখন পর্যন্ত দুজন বাংলাদেশির পরিচয় পাওয়া গিয়েছে। নিহতরা হলেন- মুহাম্মদ আসিফ কক্সবাজার জেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহম্মদ উল্লাহর সন্তান এবং কক্সবাজার জেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার সেফায়েত।
জানা যায়, ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস একটি সেতুর সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে মুহুর্তেই আগুন ধরে যায় । সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আসির প্রদেশের আকাবা শার এলাকার খামিস মুশায়েত থেকে ছেড়ে বাসটি মক্কার দিকে যাচ্ছিল।
আরো জানা যায় যে, বাসটি ব্রেকে সমস্যা দেখা দিলে তা একটি সেতুর সাথে সংঘর্ষ হয়, যার ফলে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে রেডক্রিসেন্ট ফায়ারসার্ভিস দলের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়,এদিকে দুর্ঘটনায় নিহতরা বাংলাদেশিসহ বিভিন্ন জাতীয়তার রয়েছে বলে জানা যায় তবে এখনও সকলের নাম পরিচয় জানা যায়নি।
প্রতিনিধি/জেএ