রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনুমানিক ৫৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানান, বলি বাজারে নীলগিরি চা দোকানদার জামালের দোকান থেকে আগুনের সূত্রপাত। বলিবাজার জামের মসজিদে ইমাম মুকিতুল্লাহ বলেন, আমি নামাজ পড়ে বের হয়ে দেখি জামালের দোকানে আগুন। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে যায়।
জানা যায়, অগ্নিকাণ্ডের অনুমানিক ১ ঘন্টা পর থানচি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা বলেন, বাজারে ৫৩টি দোকান আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ কোটি টাকা।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাজারের পশ্চিম দিকে দুতলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বেঁচে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, বলিবাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে