নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পুলিশের পাহাড়তলী জোনের সহকারি কমিশনার মহিউদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন সরকার বলেন, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানতে পারেনি তিনি।
এমএএস