শিরোনাম

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৮:০৮ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারপ্রাইজ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু!

রাজ্জাক, লিমন, সিপাত

রুবেল মজুমদার: রাজ্জাক, লিমন, সিপাত। তিনজন এবার বাংলাদেশ  মাদ্রাসা বোর্ড থেকে এস,এস,সি পরীক্ষার্থী ছিলেন।পড়াশোনা করেন কুমিল্লার ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসায় ৫ম শ্রেণি থেকে তারা ভালো বন্ধু ।

বুধবার (১৭ আগস্ট) সিপাতের জন্মদিন ছিল। জন্মদিনে বন্ধুকে নিয়ে সারপ্রাইজ দিতে কুমিল্লায় মিয়াবাজার নামের একটি বাজারে গিফট কেনার জন্য রাত ৯টায় সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা হন। মাঝপথে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকার নালঘর রাস্তার মাথায় অজ্ঞাত গাড়িচাপায় কেড়ে এ তিন মেধাবী শিক্ষার্থীর প্রাণ।

নিহতরা তিনজন জেলার চৌদ্দগ্রামের ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক ও দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ওসি একে এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, বুধবার সাড়ে রাত ৯টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিলো। ধারনা করা হচ্ছে কোনো ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেয়া হয় এবয় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাজমুল নামের নিহতদের এক সহপাঠী বলেন, রাজ্জাক, লিমন ও সিপাত তিন ক্লাস মেধাবী শিক্ষার্থী ছিলো। তারা এক সাথে মাদ্রাসা চলাফেরা করতেন। সব সময় হাসিমুখে থাকতেন। তাদের মৃত্যুর খবর শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ভাই। বিদায় অনুষ্ঠানের দিন ওরা আমার সাথে এক সাথে ছবি তুলেছে। আর তারা নেই বিশ্বাস করতে পারতেছি না।

নিহতের পরিবারের সূত্র জানায়, তিনজনের নামাজের জানাযায় বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানসকাল ছুপুয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়