শিরোনাম
◈ সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে সাবেক সচিব শহীদ খান ◈ এরকম ইনজুরিতে মেমোরি লস হওয়ার কোন সুযোগ নেই: নুরের বিষয়ে চিকিৎসক ◈ ‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামা ◈ জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না: তারেক রহমান ◈ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ ◈ যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচন: আগমুহূর্তে শিক্ষার্থীদের যে বার্তা দিলেন উপাচার্য ◈ বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় হরতাল-অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা ◈ চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনার প্রস্তাব, পায়রা বন্দর চালু হবে আগামী জুলাইয়ে ◈ কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, সিসিটিভিতে ধরা রহস্যময় ব্যক্তি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটির ঠিক আগমুহূর্তে বিকট শব্দ, তারপর শুধু ধোঁয়া আর আগুন; আহত শিক্ষকের লোমহর্ষক বর্ণনা (ভিডিও)

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত এক স্কুলশিক্ষক হাসপাতাল থেকে সেই ভয়াল মুহূর্তের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল এই শিক্ষক জানিয়েছেন, ছুটির ঠিক আগমুহূর্তে বিকট শব্দে সবকিছু কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে চারপাশ আগুন ও ধোঁয়ায় ঢেকে যায়।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক গণমাধ্যমকে জানান, তখন স্কুলের ছুটির সময় আসন্ন। শিক্ষার্থীরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং শিক্ষকরা তাদের সুশৃঙ্খলভাবে বের হতে সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি বলেন, "আমি টিচার্স রুমে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই, সঙ্গে দেখি আগুনের ফুলকি। মনে হচ্ছিল যেন ছোট কোনো বিমান এসে পড়েছে।"

তিনি আরও জানান, বিস্ফোরণটি ঘটেছিল স্কুলের মূল ফটকের কাছে, যেখান দিয়ে সবাই বের হয়। সঙ্গে সঙ্গে পুরো এলাকা ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় এবং সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। ভেতরে আগুন এবং ধোঁয়ায় আটকা পড়ে তারা দিশেহারা হয়ে পড়েন।

বেঁচে ফেরার চেষ্টার কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের একজন শিক্ষক অনেক চেষ্টা করে ভবনের দক্ষিণ দিকের একটি গ্রিল ভাঙতে সক্ষম হন। এরপর আমরা কয়েকজন ওই অল্প জায়গা দিয়ে কোনোমতে বের হতে পারি। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও অন্যান্যরা উদ্ধারকাজে এগিয়ে আসে।"

এই ঘটনায় তিনি নিজেও মারাত্মকভাবে আহত হয়েছেন। তার দুই হাত, মুখ ও কান পুড়ে গেছে এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে। তিনি জানান, ঘটনার পর তিনি দৌড়ে ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় দিয়ে নাক-মুখ চেপে ধরেছিলেন এবং তার কাছে আসা কয়েকজন শিক্ষার্থীকেও একই পরামর্শ দেন।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "আমার সাথে থাকা তিনটি ছাত্রকে আমি হাসপাতালে নিয়ে আসি। তাদের মধ্যে একজনের শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তাকে সিএমএইচে পাঠানো হয়েছে। তার শরীরের চামড়া উঠে গিয়েছিল।"

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে, কী করবেন তা বুঝে ওঠারও সুযোগ পাননি অনেকে। এই শিক্ষকের আশঙ্কা, এই ঘটনায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে। ছুটির ঠিক আগমুহূর্তে এমন ভয়াবহ বিস্ফোরণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়