শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে অটোরিকশাকে বাসের চাপা, পা হারালেন তরুণী

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] আহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

[৫] আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মীরপুরের লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২১), তার শাশুড়ী আরজুদা বানু (৬৫), ভাসুর জজ মিয়া (৪২) রহিজ মিয়া (৩৫), সরাইলের কুট্রাপাড়ার মোতাহার মিয়ার স্ত্রী আসেদা বেগম (৩০) ও সিএনজি চালক সামিউল হক (২০)। এরমধ্যে মাহমুদা বেগমের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৬] আহতদের মধ্যে জজ মিয়া জানান, আমার মা আরজুদা বানু অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চান্দরা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলাম। সাথে আমার মা ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা ও ছোট ভাই রহিজ ছিল। পথিমধ্যে আরও এক নারী যাত্রী উঠেন। সিএনজিটি কুট্রাপাড়া এলাকায় আসলে সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রী বাস চাপা দেয়। এতে সবাই আহত হলে ৪ জনকে জেলা সদর হাসপাতালে এবং বাকিদের সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৭] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়