শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে অটোরিকশাকে বাসের চাপা, পা হারালেন তরুণী

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] আহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

[৫] আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মীরপুরের লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২১), তার শাশুড়ী আরজুদা বানু (৬৫), ভাসুর জজ মিয়া (৪২) রহিজ মিয়া (৩৫), সরাইলের কুট্রাপাড়ার মোতাহার মিয়ার স্ত্রী আসেদা বেগম (৩০) ও সিএনজি চালক সামিউল হক (২০)। এরমধ্যে মাহমুদা বেগমের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৬] আহতদের মধ্যে জজ মিয়া জানান, আমার মা আরজুদা বানু অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চান্দরা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলাম। সাথে আমার মা ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা ও ছোট ভাই রহিজ ছিল। পথিমধ্যে আরও এক নারী যাত্রী উঠেন। সিএনজিটি কুট্রাপাড়া এলাকায় আসলে সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রী বাস চাপা দেয়। এতে সবাই আহত হলে ৪ জনকে জেলা সদর হাসপাতালে এবং বাকিদের সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

[৭] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়