শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৪ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা

তপু সরকার হারুন, শেরপুর: [২] শেরপুরে নারী সমাবেশে জেলার ৭ নারী কীর্তিময়ী নারী সম্মাননা প্রদান করেছে নাগরিক প্ল্যাটফরম জন উদ্যোগ শেরপুর। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের বটতলা এলাকায় শেরপুর পৌরসভার মুক্তমঞ্চে ‘কীর্তিময়ী নারী সম্মাননা-২০২৩’ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, উত্তরীয় চাদর ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

[৩] আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এ নারী সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

[৪] সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- মুক্তিযুদ্ধে অবদানে সোহাগপুর বিধবাপল্লীর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা হাফিজা খাতুন, অনুপ্রেরণাদায়ী আদর্শ নারী সিআইডি’র অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ফাতিহা ইয়াসমিন, সংস্কৃতিতে বাংলাদেশ বেতার ও বিটিভি’র বিশেষ উচ্চতর গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তৃপ্তি কর, শিক্ষায় অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ অধ্যাপক শাহী উম্মুল বানীন, নারীর ক্ষমতায়নে সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, ক্রীড়ায় জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযাগিতায় রেকর্ড গড়ে পুরষ্কারপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর দৌড়বিদ সোহাগী আক্তার, তৃণমুলের অনুপ্রেরণাদায়ী কৃষানী আছমা আক্তার চানভানু।

[৫] অনুষ্ঠানের শুরুতে সম্মাণনাপ্রাপ্ত ৭ কৃতী নারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় নারী রক্তদান সংস্থা, এনসিটিএফ ও ফাইট ফর চিলড্রেনস রাইটস, রেডক্রিসেন্ট ইয়ুথ ভলান্টিয়ার ও যুব ফোরাম সংগঠনের সদস্যরা। পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং গায়ে চাদর জড়িয়ে দেন অতিথিরা।

[৬] অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ উপলক্ষে সম্মাননাপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশ করা হয়।

[৭] জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে নারী সমাবেশে অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস।

[৮] এছাড়া বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাংবাদিক এমএ হাকাম হীরা প্রমুখ।

[৯] জনউদ্যোগ শেরপুর-এর এ আয়োজনে সহভাগী হিসেবে সার্বিকভাবে সহায়তা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), অনলাইন নিউজ পোর্টাল শ্যামল বাংলা টুয়েন্টিফোর ডটকম, এপেক্স ক্লাব অব শেরপুর, মেসার্স ওয়াহেদ অটো রাইস মিলস লি.
মিমোজা এন্টারপ্রাইজ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং স্থানীয় শুভাকাংখীরা।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়