শিরোনাম
◈ জনগণ স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী  ◈ দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত  ◈ মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত  জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন  ◈ মালয়েশিয়ায় ভবন ধস, নিহত ৩ শ্রমিকের সবাই বাংলাদেশি ◈ পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি ◈ ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন ◈ অর্থপাচার মামলায় এনু ও রুপনের ৭ বছর করে কারাদণ্ড, ৫২ কোটি টাকা অর্থদণ্ড  ◈ দেশে মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি: পরিসংখ্যান ব্যুরো ◈ স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে পাঁচ সন্তান জন্ম দিলেন নরসিন্দীর এক গৃহবধূ 

মোস্তাফিজুর রমহান: বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নরমালে জন্ম দিয়েছেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজি চালকের মামুন মিয়ার স্ত্রী মানসুরা বেগম (২২)। পাঁচ সন্তানের মধ্যে জন্ম হওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।

ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর এক শিশু (নবজাতক) কন্যা মারা যায়। তিনি বলেন, নরমাল ডেলিভারি হওয়া বাকি চার শিশু নবজাতক হাসপাতালে ভর্তি রয়েছে। অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। 

২৬ সাপ্তাহে তাদের জন্ম হয়। ওজন ও কম। এদের মধ্যে এজনের ওজন এক কেজি, নয়'শ গ্রাম, আট 'শ ও ছয়'শ গ্রাম। আমরা জন্মের ঘণ্টা খানিক পর তাদের চার জনকে পাই। তারা ইনকিউবিউটরে রয়েছে। আমরা সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মা'ও ভর্তি রয়েছে।

হাসপাতালে গিয়ে নবজাতকদের বাবা, দাদীর সাথে কথা হয়। দাদী কারিমা বেগম বলেন, দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। আগে কোন সন্তান ছিল না, এই প্রথম। খুশির পাশাপাশি কষ্টে আছেন। তিনি বলেন, শিশুরা জন্মের পর তাদের কোলেও নিতে পারেনি, যাকে নিয়েছি, সে মৃত, বাকিরা চিকিৎসাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়