শিরোনাম
◈ কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল খুলনা, প্রেস সচিবকে ঘিরে আন্দোলনকারীদের অবস্থান ◈ বিষাক্ত কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামবো: উপদেষ্টা ফরিদা আখতার ◈ টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, ১২টি ঘর পুড়ে ছাই ◈ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাস গ্রেপ্তার ◈ শিগগিরই হতে পারে রোডম্যাপ ঘোষণা, প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ চট্টগ্রামে সরবরাহ বাড়লেও স্বস্তি মেলেনি সবজির বাজারে, বেড়েছে ব্রয়লার মুরগির দাম ◈ মধুপুরের জঙ্গলে গভীর রাতে ঘোড়ার মাংস প্রক্রিয়াকরণ, একজন আটক ◈ শিক্ষা কর্মকর্তার অবহেলায় সুবর্ণচরে ৫৪টি বিদ্যালয়ের বরাদ্দ ফেরত ◈  শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরির ঘটনায় তোলপাড়  ◈ আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে ঝিনাইদহের আলম বিশ্বাস

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসময় সব ছিল তাঁর নিয়ন্ত্রণে, এখন পুরো বিশ্বই যেনো তার বিপক্ষে (ভিডিও)

একসময় সব ছিল তাঁর নিয়ন্ত্রণে—তার ডাকেই গড়তে হত প্রতিটি ঘটনা। ‘আপা’ নামটাই ছিল একটি তাবিজ, যার শব্দে ঘটত নানা অদ্ভুত ঘটনা। আপার হাসি, কথা, আস্থা, এবং উপস্থিতি ছিল দেশের টক অব দ্য কান্ট্রি। যাদের মন চাওয়া ছিল, তারা তাঁর আশীর্বাদ চাইতেন। আপার দিকে একবার তাকালে মনে হত যেন দুনিয়ার সব কিছু তার হাতে। হেলিকপ্টারে চড়তেন, ব্যাংকে জমা ছিল কোটি কোটি টাকা। আপা যা বলতেন, তা-ই হতো। তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন, যিনি সচিবালয় থেকে সংসদ, দোকান থেকে ব্যবসা—সবখানে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন।

তবে, এমন কিছু পৃথিবী নেই যেখানে চিরস্থায়ী রাজত্ব সম্ভব। তেমনই একদিন, হেলেনের মতো আপারও শেষ সময় এল। তাঁর পতন ছিল অনিবার্য। যেমন ফ্যাসিস্ট, নাজি, কিংবা অন্যান্য বিশ্বের শক্তিশালী শাসকরা এক সময় রাজ্য হারিয়েছেন, তেমনি আপাকেও পরিত্যাগ করতে হয়েছিল। তাঁর শাসনকাল শেষ হয়ে এসেছে।

আজ, বাংলাদেশের রাজনীতিতে 'আপা' এখন আর ক্ষমতায় নেই। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর তাঁর পতন নিশ্চিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতে সম্ভাবনা আর কিছুই নেই। শফিকুল আলমসহ অনেকেই মনে করছেন, বাংলাদেশের রাজনীতির 'আপা' চ্যাপ্টার এখন সম্পূর্ণভাবে ক্লোজড।

বিশ্বশক্তি যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই আপাকে 'ডেড হর্স' মনে করছে। এর মানে, আপার অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে।

বিশ্বরাজনীতিতে এখন কেবল একটি বিষয় পরিষ্কার, আপার শেষ পরিণতি হয়েছে। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়