রাশিদ রিয়াজ:যৌথভাবে একটি প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ইরান ও কিউবা। দুদেশের কর্মকর্তারা প্রযুক্তি কোম্পানির মধ্যে সহযোগিতার জন্য এই পরিকল্পনার কথা বিবেচনা করছেন।
শুক্রবার হাভানায় অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট রুহুল্লাহ দেহকানি এবং কিউবার বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী এলবা রোজা পেরেজ মনতোয়া প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিকাশের ওপর জোর দেন।
কিউবার মন্ত্রী বলেন, কিউবার সরকার প্রযুক্তিভিত্তিক অগ্রগতির উপর বিশেষ জোর দেয় এবং ইরানের সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়নকে অত্যন্ত স্বাগত জানায়। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :