শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:২১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্রুপদী গানের অ্যাপ আনল অ্যাপল

মাজহার মিচেল: সংগীতপ্রেমীদের আকৃষ্ট করতেই অ্যাপল স্ট্রিমিং অ্যাপ চালু করলো। ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ নামের এ স্ট্রিমিং অ্যাপ দিয়ে দেশবিদেশের জনপ্রিয় সব ধ্রুপদী গান শুনতে পারবেন ব্যাবহারকারীরা। প্রযুক্তি নির্ভর গণমাধ্যম দ্য ভার্জ সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, চাইলে শুধু ধ্রুপদী সুর শোনারও সুযোগ মিলবে এ অ্যাপে। আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে।

টেক ক্রান্চ নামের আরেক গণমাধ্যম জানায়, অ্যাপল সাবসক্রাইবারদের জন্য উন্মুক্ত থাকলেও এ অ্যাপটি বর্তমানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তাইওয়ান ও তুরস্কে দেখা যাবেনা।

অস্কার বিজয়ী রেডিওহেড গিটারিস্ট জনি গ্রিনউডের উদ্ধৃতি দিয়ে সংগীত বিষয়ক ম্যাগাজিন পিএ মিডিয়া বলেছে- নতুন এ অ্যাপটি সংগীত শিল্পীদের গানের স্বত্বাধিকার দিতে ‘স্বচ্ছতা’ আনতে সাহায্য করবে।

সংগীত বিষয়ক আরেক ম্যাগাজিন মিউজিক বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্লগে জানায়, ধ্রুপদী গানের আলাদা অ্যাপ তৈরির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল অ্যাপল। এ জন্য ২০২১ সালে ধ্রুপদী গানের স্ট্রিমিং প্রতিষ্ঠান প্রাইমফোনিক কিনে নেয় প্রতিষ্ঠানটি। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি মূলত প্রাইমফোনিকের কারিগরি ও তথ্যভান্ডার কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটিতে ৫০ লাখের বেশি ধ্রুপদী গানের পাশাপাশি কয়েক হাজার গানের অ্যালবাম রয়েছে। গানের শিরোনাম বা অ্যালবামের পাশাপাশি সুরকারের নাম লিখেও নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে অ্যাপটিতে। ফলে ব্যবহারকারীরা সহজে নিজেদের পছন্দের ক্ল্যাসিক্যাল গান শোনার সুযোগ পাবেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়