শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি সবুজ ধূমকেতু

সবুজ ধূমকেতু

মাজহারুল ইসলাম: সম্প্রতি আবিষ্কার হওয়া সবুজ ধূমকেতুটি পৃথিবী ও সূর্যের কাছাকাছি চলে এসেছে। সবশেষ ৫০ হাজার বছর পর আগে প্রস্তর যুগে রাতের আকাশে এটি দেখা গিয়েছিল। ক্যালিফোর্নিয়াভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির নাম অনুসারে এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)। যা অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে। সিএনএন

২০২২ সালের মার্চে বৃহস্পতি গ্রহকে অতিক্রম করার সময় ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে এই সবুজ ধূমকেতুটি প্রথম দেখা গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে চলে আসছে। আবিষ্কারের পর থেকে এটি যথেষ্ট উজ্জ্বল হয়েছে।

আর্থস্কাই এর তথ্যানুযায়ী, বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ ফেব্রুয়ারি) সবুজ ধূমকেতুটি পৃথিবী কাছ দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। এ সময় পৃথিবী থেকে এটির দূরত্ব থাকতে পারে দুই কোটি ৬০ লাখ মাইল। তখন বাইনোকুলার বা খালি চোখেই রাতের আকাশে এটি দেখা যাবে, যদি শহরাঞ্চলের বৈদ্যুতিক আলো বা চাঁদের আলো বেশি উজ্জ্বল না হয়। 

প্যারিস অবজারভেটরির জ্যোতির্পদার্থবিদ নিকোলাস বিভার জানান, সবুজ ধূমকেতুটি বরফ ও ধুলাবালির সমন্বয়ে গঠিত এবং এটি এক ধরণের সবুজাভ আলো বিকিরণ করে। ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে এটি আকারে অনেকটা ছোট।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়