শিরোনাম
◈ শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি ◈ তফসিলের আগেই একক প্রার্থী ঘোষণা প্রস্তুতি, ৮৭ আসনে বিশেষ নজর বিএনপির ◈ ৪০ হাজার বডিক্যাম কেনা হচ্ছে ভোটকেন্দ্রের নিরাপত্তায় : অর্থ উপদেষ্টা ◈ প্রবল বর্ষণে জলাবদ্ধ কলকাতা, ৪ জনের প্রাণহানি ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় ইসি ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে  জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে : প্রধান উপদেষ্টা ◈ আসন্ন নির্বাচনে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি: রিজভী ◈ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ভারতে পৌঁছাল আফগান কিশোর ◈ নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ: এনসিপির নিন্দা ও তিন দফা দাবি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় অ্যামাজনের সেই সাইনবোর্ডের আড়ালে যা দেখা গেলো (ভিডিও)

“অবশেষে বাংলাদেশে আসছে অ্যামাজন!”—রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি ভবনে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটির নামে সাইনবোর্ড দেখে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমন উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভবনের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই বাংলাদেশে অ্যামাজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে দাবি করছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্যটি সঠিক নয়। সাইনবোর্ডটি অ্যামাজনের কোনো অফিশিয়াল অফিসের নয়, বরং এটি একটি স্থানীয় দোকানের চমক, যা অ্যামাজনের অনুকরণে তৈরি করা হয়েছে।

আসল ঘটনা কী?
অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরা সেক্টর ৫-এর রাস্তার পাশের যে ভবনটিতে ‘Amazon bd’ লেখা বিশাল সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেটি মূলত ‘৯৯ শপ’ নামের একটি দোকানের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ব্র্যান্ডিংয়ের আদলে এই সাইনবোর্ডটি তৈরি করা হয়েছে।

অ্যামাজনের আনুষ্ঠানিক অবস্থান
অ্যামাজন (Amazon) কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করার কোনো ঘোষণা দেয়নি। বাংলাদেশে তাদের কোনো নিজস্ব অফিস, ওয়্যারহাউস বা ডেলিভারি ব্যবস্থাও নেই। অ্যামাজনের বাংলাদেশে আসা নিয়ে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে এর কোনোটিই এখন পর্যন্ত সত্য হয়নি।

বর্তমানে, বাংলাদেশের গ্রাহকরা অ্যামাজনের আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু পণ্য অর্ডার করতে পারেন, তবে এর জন্য আন্তর্জাতিক শিপিং চার্জ এবং কাস্টমস শুল্ক পরিশোধ করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়