শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:০৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। যারা আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য এবার এক ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া সম্ভব হবে। ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল- দুই ধরনের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা আগের চেয়ে আরও সহজ হয়ে উঠবে।

আগে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে বারবার সাইন ইন ও সাইন আউট করতে হতো। এখন সেই ঝামেলা থাকছে না। গুগলের আপডেটকৃত ক্রোম ব্রাউজারে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সুইচ করা যাবে এবং প্রতিটি অ্যাকাউন্টের ট্যাব, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড ও বুকমার্ক আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে ব্যক্তিগত ও পেশাগত তথ্য গুলিয়ে ফেলার ঝুঁকি কমে যাবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে।

গুগল জানিয়েছে, যখন ব্যবহারকারী প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন তা স্পষ্টভাবে জানিয়ে দেবে ক্রোম। এতে করে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে আছেন, যেখানে তথ্য ও নিরাপত্তা নিয়ম ভিন্নভাবে প্রয়োগ করা হয়।

তবে আপাতত এই সুবিধা কেবল ম্যানেজড বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখনই এই ফিচার ব্যবহার করতে পারবেন না। প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করার সময় একটি অনবোর্ডিং স্ক্রিনে ব্যবহারকারীকে জানানো হবে কীভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য আলাদাভাবে সংরক্ষিত হয়। সূত্র : টেকলুসিভ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়