শিরোনাম
◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে

ক্রোম ব্রাউজারে থাকা ভয়ংকর এক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘জিরো ডে’ ঘরানার এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে সাইবার অপরাধীরা। আর তাই ত্রুটি সমাধানে ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের জিরো ডে ঘরানার নিরাপত্তাত্রুটিটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। গত ২৫ জুন শনাক্তের পর ত্রুটিটিকে উচ্চমাত্রার ত্রুটি হিসেবে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই ত্রুটিটির সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে। সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে।

গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটিটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। আর তাই নিরাপদ থাকতে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপদে রাখতে নিয়মিত ব্রাউজারের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে গুগল। কিন্তু জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। ফলে চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা সম্ভব হয় না। আর তাই প্যাঁচ উন্মুক্তের আগে সাইবার অপরাধীরা যদি কোনো ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

সূত্র: গ্যাজেটস ৩৬০

  • সর্বশেষ
  • জনপ্রিয়